• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

পাকিস্তানে সিটিডি কার্যালয়ে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
Update : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
পাকিস্তানে সিটিডি কার্যালয়ে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১৬
পাকিস্তানে সিটিডি কার্যালয়ে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টে (সিটিডি) দুটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৬ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ৫০ জনের বেশি। পুলিশ জানিয়েছে, সোমবার (২৪ এপ্রিল) সোয়াত জেলার কাবাল শহরে এ ঘটনা ঘটে।

খাইবার পাখতুনখাওয়ার পুলিশের মহাপরিদর্শক আখতার হায়াত খান বলেন, প্রদেশজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন পুলিশ কর্মকর্তারা।

বিস্ফোরণের পরপরই সোয়াত জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। আহত পুলিশ কর্মকর্তাদের একজন ইমদাদ খান ডনকে বলেন, রাত ৮টা ২০ মিনিটের দিকে পুলিশ দফতরের অভ্যন্তরে ওই বিস্ফোরণ ঘটে।

যে ভবনে বিস্ফোরণ ঘটেছে সেখানে পুলিশের একটি থানা ও মসজিদও রয়েছে।

প্রাথমিক অবস্থায় এ ঘটনাকে আত্মঘাতী হামলা বলে মনে করছেন না সিটিডির মহাপরিদর্শক খালিদ সোহাইল। সংবাদমাধ্যম জিও নিউজকে তিনি বলেন, পুলিশ স্টেশনে কোনও হামলা বা গুলি চালানো হয়নি। বিস্ফোরণ এমন একটি জায়গায় হয়েছে যেখানে গোলাবারুদ ও মর্টার শেল মজুত ছিল।

তিনি আরও বলেন, বিস্ফোরণ, অবহেলা নাকি অন্য কিছু তা তদন্ত হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডও তদন্ত চালাচ্ছে। এদিকে জেলা পুলিশ কর্মকর্তা শফি উল্লাহ গন্ডাপুর (ডিপিও) দাবি করেন, এটি আত্মঘাতী হামলা।

পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের বিশেষ শাখায় বিস্ফোরণে নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে স্থানীয় প্রশাসন।

নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন শাহবাজ। পুরো ঘটনার একটি প্রতিবেদনে জমা দিতে কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category