সারা দেশের ন্যায় মেহেরপুরে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষাবোর্ডের পরিক্ষা। সকাল সাড়ে ১০ টার মধ্যেই শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়। ১১ টার সময় শুরু হয় পরিক্ষা। পরীক্ষা নকল মুক্ত ভাবে পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য নেওয়া হয়েছিলো সব ধরনের ব্যবস্থা। শিক্ষকদের শিক্ষক সুলভ মনোভাব নিয়ে পরীক্ষার দায়িত্ব পালন করার বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। জেলার তিন উপজেলা থেকে এ বছর ১৮ টি কেন্দ্রে ৯ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরিক্ষা অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রিতকর ঘটনার খবর পাওয়া যায়নি।