• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় আফসার উদ্দিন মহিলা হাফেজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৯ মার্চ, ২০২৪
আফসার উদ্দিন মহিলা হাফেজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা
আফসার উদ্দিন মহিলা হাফেজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা

কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আফসার উদ্দিন মহিলা হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার ২০তম হিফজ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা দুপুরে আফসার উদ্দিন মহিলা মাদ্রাসার বেগম ফজিলাতুন্নেছা মুজিব একাডেমিক ভবনে এ আয়োজন করা হয়।

এসময় অত্র মাদ্রাসার সভাপতি হাজ্বী মোঃ শফিকুল আজমের সভাপতিত্বে, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ডক্টর হাফেজ মোহাম্মদ আব্দুল করিমের সার্বিক ব্যবস্থাপনায় এবং এইচ, এম, মুজাম্মেল হোসেন চৌধুরী ও এসকেএম রাকিবের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিজ্ঞ জিপি বীর মুক্তিযোদ্ধা আ স ম আখতারুজ্জামান মাসুম। বিশেষ অতিথি ইসলামিক ফাউণ্ডেশন কুষ্টিয়ার উপ-পরিচালক মোহাম্মদ হেলালউজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন-নিসা সবুজ, আফসার উদ্দিন মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির ধর্মীয় সম্পাদক- বিশিষ্ট সমাজসেবক লেখক গবেষক ও সাংবাদিক হাফেজ মাওলানা মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা শেখ শাহিনুজ্জামান, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত লেখক ও সমাজসেবী বেগম নুরজাহান, কুষ্টিয়া নারী মুক্তি ও শিশু উন্নয়ন সংস্থার মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা রুমী। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বক্তৃতা, কবিতা আবৃত্তি, ইসলামি সঙ্গীত,হামদ-নাত সহ পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাদরাসায় অধ্যায়নরত শিক্ষার্থীরা। অনুষ্ঠানে হিফজ সমাপনী পাঁচজন হাফেজ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণসহ শিক্ষার্থীর অভিভাবকদের ক্রেস্ট প্রদান করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category