মেহেরপুরের গাংনী উপজেলার সানঘাট গ্রামে স্কুল শিক্ষক জাকিয়া ইলমা জাকিয়াসহ একই পরিবারের দুই জনকে হত্যাকান্ডের আসামি গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা এ মানববন্ধন করেন।
বক্তব্য রাখেন মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ ও নিহত স্কুল শিক্ষকের পরিবারের সদস্যরা।
গেল ১২ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সানঘাট গ্রামের মহিবুল আলম ওহিদ হামলা চালিয়ে তার ভাবি স্কুল শিক্ষক জাকিয়া ইলমা জাকিয়া এবং বোন জোসনা খাতুনকে হত্যা করে।
এই ঘটনায় জাকিয়ার স্বামী বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রধান আসামি মহিবুল ইসলাম ওহিদ গ্রেপ্তার হলেও বাকি দুই আসামি এখনো পলাতক রয়েছে।