• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

ইউক্রেনে সহায়তা বন্ধ করে দিতে পারে ইইউ

বিবর্তন ডেস্ক
Update : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

নিষেধাজ্ঞা এবং উত্তেজনার জেরে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া, এমন আশঙ্কা করছে ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি।

ইউরোপিয়ান ইউনিয়নের নিজস্ব অর্থনৈতিক সমস্যা এবং ব্রাসেলসে অন্তর্দ্বন্দ্বের উদ্বেগের ফল ভুগতে যাচ্ছে ইউক্রেন।

গত মার্চে ইউরোপীয় কমিশন ইউক্রেনের জন্য ৯ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে এ পর্যন্ত কেবল ১ বিলিয়ন ইউরোর সহায়তা দিতে রাজি হয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, কিয়েভকে ঋণ দেয়ার পরিবর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মাধ্যমে অফেরতযোগ্য অনুদান দেয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নকে বোঝানোর চেষ্টা করেছিল জার্মানি।

জার্মান এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ইউক্রেনীয় ঋণের নিশ্চয়তা দেয়ার ধাক্কা বহন করতে চায় না বার্লিন।

জার্মান সরকার বারবার সতর্ক করছে যে, এ ধরনের পরিস্থিতি বেকারত্ব ও দারিদ্র্য বাড়িয়ে দেবে। দেশটির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক গত মাসে এক সাক্ষাৎকারে বলেছিলেন, জ্বালানি ঘাটতি কিছু শিল্পের জন্য ‘বিপর্যয়কর’ হবে।

স্বস্তিতে নেই হাঙ্গেরিও। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শুক্রবার একই আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, রাশিয়ায় নিষেধাজ্ঞা দিয়ে ‘ইউরোপীয় অর্থনীতির ফুসফুসে গুলি করা হয়েছে। এটি এখন বাতাসের জন্য হাঁপাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category