• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা, নিরাপত্তারক্ষীসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
Update : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা
মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা, নিরাপত্তারক্ষীসহ নিহত ১৪

মেক্সিকোর সীমান্তবর্তী জুয়ারেজ শহরের একটি কারাগারে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শহরের অন্য জায়গায় আরও দুইজনকে হত্যা করা হয়। সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, বেশ কয়েকটি গাড়িতে করে কারাগারে এসে অতর্কিত হামলা চালায় সশস্ত্র বন্দুকধারীরা। হামলায় ১০ জন নিরাপত্তারক্ষী এবং চার কারাবন্দি ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ১৩ জন। পালিয়ে যান ২৪ জন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে স্থানীয় সময় সকাল ৭টার দিকে আসে হামলাকারীরা। হামলার একপর্যায়ে বন্দীরাও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই কারাগারে বিভিন্ন অপরাধী দল ও মাদক চক্রের সদস্যরা রয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িতরা তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি।

মেক্সিকোতে দিন দিন অপরাধের মাত্রা বাড়ছে। প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। বিশ্বের সহিংস প্রবণ অন্যতম দেশগুলোর মধ্যে একটি মেক্সিকো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category