• বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

জাতীয়করণের দাবীতে গাংনীতে প্রতীকী বন্ধ আন্দোলন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
জাতীয়করণের দাবীতে গাংনীতে প্রতীকী বন্ধ আন্দোলন
জাতীয়করণের দাবীতে গাংনীতে প্রতীকী বন্ধ আন্দোলন

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রতীকী বন্ধ আন্দোলন করেছেন মেহেরপুরের গাংনী রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয় ও লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালযের শিক্ষক কর্মচারীবৃন্দ। মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতীকী বন্ধ আন্দোল অনুষ্ঠিত হয়।
রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের নের্তৃত্বে অনুষ্ঠিত এ প্রতীকী অনুষ্ঠানে শিক্ষকরা তাদের দাবী তুলে ধরেন। প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, সরকারি স্কুলের শিক্ষক ও বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষকগন একই কাজ করেন। অথচ সরকারী বিদ্যালয়ের শিক্ষকরা যে উৎসব ভাতা, বাড়ি ভাড়াসহ আনুষঙ্গিক বেতন-ভাতা পান, তার অর্ধেকও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া হয় না। একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বৈষম্য রয়েছে। প্রতীকী বন্ধ আন্দোলনে উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ শিক্ষক- উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category