সম্প্রতি রাজশাহীতে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ছয় আসামি জামিন আবেদন করেছিলেন উচ্চ আদালতে। আসামিদের জামিন আবেদন ফেরত দিয়েছে হাইকোর্ট। রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় জামিন চাওয়া ছয় আসামি হলেন – মো. জীবন (৪২), সেলিম (৪১), নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য এনামুল (৩৫), ফারুক (৪০) ও আব্দুস সবুর (৪২)।
বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (১৪ সেপ্টেম্বর) আসামিদের জামিন না দিয়ে তাদের আবেদন ফেরত দেন।
আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।
আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা জানান, জামিন আবেদনটি তারা হাইকোর্টের অন্য বেঞ্চে উপস্থাপন করবেন।
প্রসঙ্গত: রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে গত ৫ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিক মো. হাবিবুর রহমান ওরফে বুলবুল হাবিব (৩৬) বাদী হয়ে মহানগর রাজপাড়া থানায় মামলা করেন। মামলায় বিএমডিএ’র নির্বাহী পরিচালক মো. আব্দুর রশিদ (৫৫), ভাণ্ডাররক্ষক মো. জীবন (৪২), নির্বাহী পরিচালকের পিয়ন সেলিম (৪১), নির্বাহী পরিচালকের পিএ নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য এনামুল (৩৫), দপ্তরের পিয়ন ফারুক (৪০) ও ড্রাইভার আব্দুস সবুরকে (৪২) আসামি করা হয়।