জাতীয় শিক্ষা পদক-২০২৩ এ হরিনাকুণ্ডু উপজেলায় শ্রেষ্ঠত্বের তালিকায় স্থান পেয়ে গৌরবান্বিত হয়েছেন সভাপতি, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও প্রতিষ্ঠান। জাতীয় শিক্ষা পদক-২০২৩ এ পেয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে স্থান।
জাতীয় শিক্ষা পদক-২০২৩ এ হরিনাকুণ্ডু উপজেলায় শ্রেষ্ঠত্বের তালিকায় স্থান পেয়েছে প্রতিষ্ঠান হিসেবে ভালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এসএমসি’র সভাপতি হিসেবে মান্দারতলা জোড়াপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক পুরুষ হিসেবে দখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ এবং নারী হিসেবে আহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস সুলতানা।
এছাড়াও সহকারি শিক্ষক পুরুষ হিসেবে নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সনজিৎ কুমার এবং নারী হিসেবে ফলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেশমা খাতুন।
এ তালিকা প্রকাশ হওয়ায় প্রতিষ্ঠান, সভাপতি ও শিক্ষক মন্ডলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষানুরাগীরা।