হরিণাকুণ্ডু উপজেলায় বিজয় দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের পূজা মন্ডপ পরিদর্শন ও পূজারীদের মধ্যে উপহার সামগ্রী বিতরন করেছেন ঝিনাইদহ সদর আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে ভক্ত পূজারীদের মধ্যে বিশেষ উপহার প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম.রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আজিফ, জাতীয় সংসদ সদস্যের বিশেষ সহকারী রওশন আলী, সাবেক মেয়র শাহিনুর রহমান রিন্টু, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া, মনজুর রাশেদ, শরাফত দৌলা ঝন্টু, কামাল হোসেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিশ্বনাথ সাধুখাঁসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।