মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম পেরেশান, জেলা যুবলীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা সাজেদুর রহমান সাজু, মাহাবুব হাসান ডালিম, সাইদুর রহমান উজ্জল, শারাফউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ জেলা যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী।