• শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে চার কেজি গাঁজাসহ পাচারকারী আটক এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার যে কোন ষড়যন্ত্র আমরা প্রতিহত করব-মাসুদ অরুন গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির গণ-সমাবেশ অনুষ্ঠিত হরিণাকুণ্ডুতে আন্তঃ বিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ গাংনীতে কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেফতার গাংনীতে নিজ ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার গাংনীতে যৌথবাহিনীর অভিযানে নারীসহ চারজন আটক মেহেরপুরে সড়ক দুর্ঘটনা রোধে যৌথবাহিনীর অভিযানে এক লাখ টাকা জরিমানা গাংনী সরকারি ডিগ্রী কলেজের অফিস সহকারীকে পিটিয়ে জখম গাংনীতে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গণ ডাকাতি ॥ ডাকাতের অস্ত্রের কোপে গুরুতর আহত বাস চালক

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গণ ডাকাতি ॥ ডাকাতের অস্ত্রের কোপে গুরুতর আহত বাস চালক
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গণ ডাকাতি ॥ ডাকাতের অস্ত্রের কোপে গুরুতর আহত বাস চালক

মেহেরপুরের গাংনীর আকুবপুর নামক স্থানে গণ ডাকাতি হয়েছে। ডাকাতের ধারালো অস্ত্রের কোপে স্বপন হোসেন (৪৫) নামের এক বাস চালক গুরুতর আহত হয়েছে। কয়েকটি যানবাহনের যাত্রী ও চালকদের কাছ থেকে নগদ টাকা ও সোনার গহনা লুট করে নিয়েছে ডাকাতদল।

বৃহষ্পতিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত ১:৩০ মিনিট থেকে ঘন্টা ব্যাপী এ ডাকাতির ঘটনা ঘটে। আহত বাস চালক স্বপন গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের আনিছুজ্জামান খানের ছেলে।

ভুক্তভোগী বাস যাত্রী হাফিজুল ইসলাম জানান, ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস মেহেরপুরের উদ্দেশ্যে ফিরছিল। একইসাথে কুষ্টিয়া থেকে আরও কয়েকটি ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেট কার ছিল। মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের খলিশাকুন্ডি ব্রিজ পার হয়ে গাংনী উপজেলার শেষ সীমানা পিলারের কাছে পৌঁছায়। সেখানে সড়কের উপরে গাছ ফেলে ১৫/২০ জন ডাকাত যানবাহনগুলো আটকে দেয়।

শ্যামলী পরিবহনের চালক বাসের দরজা খুলতে রাজি না হওয়ায় ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে বাস চালক স্বপনের মুখে গুরুতর ক্ষত হয়। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও সোনার গহনা লুট করে। টাকা দিতে রাজি না হওয়ায় এক নারীসহ তিন যাত্রীকে মারধর করে ডাকাতরা।

এদিকে শ্যামলী পরিবহনের পাশাপাশি একটি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনে ঘন্টা ব্যাপী ডাকাতি করে সটকে পড়ে ডাকাতেরা। এসময় যাত্রী ও চালকরা মিলে রাস্তার উপর থেকে গাছ সরিয়ে গন্তব্যে চলে যায়।

জানা গেছে, গুরুতর আহত বাস চালক স্বপনকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় তার পরিবার।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সাথে কথা বলেছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category