মেহেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপরিচালক মোহাম্মদ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমানসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মেহেরপুর জেলাকে সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন নবাগত জেলা প্রশাসকের নিকট।