মেহেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমুলক প্রকল্পের আওতায় শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টার দিকে মেহেরপুর শিল্পকলা একাডেমি হলরুমে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ইকবাল হোসেন, পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডাক্তার জাওয়াহেরুল আনাম সিদ্দিকী ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন। এ সময় শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব এবং শব্দ দূষণের কারণ সম্পর্কে আলোচনা করেন বক্তারা। শব্দ দূষণ থেকে বাঁচতে সচেতন হওয়ার পরামর্শ দেন আলোচকগণ। অনুষ্ঠানে সুধী সমাজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রশিক্ষণে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।