• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নারীর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুরে সড়ক দুর্ঘটনায় আছিয়া খাতুন (৩৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৩ টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আছিয়া খাতুন মেহেরপুর পার্শ্ববর্তী কলাইডাঙ্গা গ্রামের কামরুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, আছিয়া খাতুন নতুন দরবেশপুর থেকে মুরগি কিনে ছেলে ইয়ামিনের মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নতুন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরবর্তী সালেকীন মিয়ার বাড়ীর সামনে পৌছুলে ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন আছিয়া খাতুন। স্থানীয়রা মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। রাজশাহী নেওয়ার পথে হাসপাতালের অদুরবর্তী ওয়াপদা মোড়ে পৌছুলে আছিয়া খাতুন মৃত্যু বরণ করেন।
বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে রাত সাড়ে ১০ টায় তার লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়। আছিয়া খাতুন দুই পুত্র সন্তানের জননী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category