• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন

মেহেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
মেহেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মেহেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলা ঝাউবাড়ীয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় আলী আজগর (১৫) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে মাদ্রাসার একটি কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। আলী আজগর মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের টুটুল ইসলামের ছেলে।

জানা গেছে, আলী আজগর তার বাবার সাথে সকালে কথা কাটাকাটি করে। এরপরে সে পরীক্ষা দিয়ে সহপাঠীদের সাথে দুপুরের খাবার খেয়ে রুমে যায়। কিছুক্ষণ পরেই সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসার এক শিক্ষার্থী বলেন, সকাল সাড়ে ১১টার দিকে আমরা খাবার খেয়েছি। সে তার বাড়ির বিষয়ে বলে, আমি আর মাদ্রাসায় পড়ব না। আমাকে বাড়িতে মারধর করে। সকালেও আমার বাবা আমাকে মেরেছে। আমার বাবা আমাকে বাড়িতে যেতে নিষেধ করে গেছে।

তবে এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category