মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে বোমা সাদৃশ্য ৪টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালের দিকে রাধাকান্তপুর গ্রামের পিটুলিতলা নামক স্থানে টুটুলের সার ও কীটনাশকের দোকানের সামনে থেকে বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে সদর থানা পুলিশ।
জানা গেছে, টুটুলের সার ও কীটনাশক এর দোকানের সামনে একটি শপিং ব্যাগের ভিতর ৪টি লাল কসটেপ দিয়ে মোড়ানো ককটেল জাতীয় সাদৃশ্য বোমা স্থানীয় লোকজন দেখতে পায়।
পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। সদর থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ পৌঁছে সেগুলো উদ্ধার করে বালতি বোঝায় পানির মধ্যে করে বোমা সাদৃশ্য বস্তুগুলো থানায় নেয়া হয়।
সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রাধাকান্তপুর গ্রামে টুটুলের সার ও কীটনাশকের দোকানের সামনে একটি ব্যাগে লাল কসটেপ দিয়ে মোড়ানো ৪টি বোমা সাদৃশ্য বস্তু দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সেগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এগুলো বোমা কিনা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, ভয়ভীতি দেখানো জন্য ওই দোকানের সামনে ওগুলো দোকানের সামনে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।