• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন

মেহেরপুরে বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
মেহেরপুরে বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন
মেহেরপুরে বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

মেহেরপুরে বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি বক্তব্য সম্প্রচার করা হয়।

পরে একই স্থানে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। ভার্চুয়ালী অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বক্তব্য রাখেন সিভিল সাজর্ন ডাঃ জওয়াহেরুল আনসাম সিদ্দিকী, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হীরা প্রমুখ।

সভা শেষে হতদরিদ্র নারীদের কর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category