মেহেরপুরের রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (৩০) নামের এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ির একটি গরুকে বাঁচাতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। সে সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়ার লিয়াকত আলীর ছেলে। গ্রামে বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করে। বরাদি বাজারে ইলেকট্রিক সামগ্রীর একটি দোকানও রয়েছে তার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তরিকুল ইসলামের নিজ বাড়ির গোয়াল ঘরের পাশ দিয়ে বিদ্যুতের লাইন টানা আছে। সেখানে একটি সিমগাছের লতার সাথে তার জড়ানো ছিলো। তার বাড়ির লালনপালন করা গরু সিমের লতা মুখে নিয়ে বিদ্যুতের তারসহ চাবাতে থাকে। এ সময় বিদ্যুতায়িত হয় গরুটি। গরুটি বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তরিকুল। এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ইমারজেন্সি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।