মেহেরপুরে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর কাঁথুলি বাস স্ট্যান্ড থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে গুম খুন হত্যা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়। জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়ালসহ নেতাকর্মীর উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। এবং সেই সাথে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার করার দাবি জানান।