মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজুলপুর গ্রামের সুন্নত আলী মন্ডল (৫৫) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।
আজ সোমবার (১ আগষ্ট) সকালে বৃষ্টির সাথে বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে মারা যান। নিহত সুন্নত আলী মন্ডল ওই গ্রামের মৃত গোকুল মন্ডলের ছেলে।
স্থানীয় কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা জানান- আজ সকাল ৯টার দিকে গ্রামের কুঠিপাড়ার পাশে চাতর মাঠে ধানের জমিতে সুন্নত আলী মন্ডল কাজ করছিলেন।
হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয় এবং তার শরীরের উপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।