সারাদেশের ন্যায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপে মেহেরপুরের গাংনীতে ৩১টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ আগষ্ট) সকাল সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির দলিল ও ঘরের চাবি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গাংনী উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাদির হোসেন শামিমের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-০২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামিম হাসান, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
এসময় গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী সহ ইউপি সদস্যবৃন্দ, সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, উপহারভোগীরা উপস্থিত ছিলেন।