ডেঙ্গু প্রতিরোধে এবং ডেঙ্গু থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে মেহেরপুরের ১ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ থেকে মশারি বিতরণ করা হয়েছে।
রবিবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে সাধারণ মানুষের মাঝে প্রায় ১ হাজার মশারি বিতরণ করা হয়।
মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদের সঞ্চালনায় মশারি বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, জেলা ইয়ং বাংলার সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি লুৎফুন্নেছা লতা ও সাধারণ সম্পাদিকা রোজিনা খাতুন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকার নাইম বাইজিদ, মুজিবনগর উপজেলা ইয়ং বাংলা ফিউচার লিডারশিপের সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান লাল্টু।