মেহরপুরে লোকাল গভর্নেন্স প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মুনছুর আলম খান। এ সময় জেলায় ২০১৭ থেকে ২০২০ সালের এলজিএসপির সকল কার্যক্রম তুলে ধরা হয়।
বক্তারা বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকার তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদের আর্থিক ক্ষমতা বৃদ্ধি নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। এটি বর্তমান সরকারের আমাদের একটি যুগান্তকারী পদক্ষেপ। বিগত বছরসমূহে এলজিএসপি তার কাংখিত লক্ষমাত্রা অনেকটাই অর্জন করতে পেরেছে বলে দাবি করেন বক্তারা। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেয়।