“সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার” এ প্রতিপাদ্যে মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন প্যানেল পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ কে এম শাহীন কবীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রঞ্জন রায়, পিটিআই সুপার সামসুজামান, পৌর কাউন্সিলর শারমিনা আখতার প্রমুখ।