মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জেলা আনসার কমান্ডার শফিউল আযমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী (বিএম)।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, চুয়াডাঙ্গা আনছার ব্যাটালিয়ন ডিঙেদহ উপ-পরিচালক খাদেমুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা মেহেরপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আলমগীর হোসেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী (বিএম) বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্ররা একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। বাংলাদেশে নতুন কিছু হবে সেই স্বপ্ন বাস্তবায়নে আশার আলো দেখতে শুরু করেছি।