মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালিতে ৩জন ছাগল চোরকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনগণ। মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে মোনাখালী গ্রামের উত্তর পাড়া খেলার মাঠে ২ জন ছাগল চোর এবং ১ জন রিক্সা চালককে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে মোনাখালী উত্তর পাড়ার সিতাব আলী এর ছেলে শান্ত শেখের ছাগল চুরি করে রিক্সা করে পালিয়ে যাওয়ার সময় মোনাখালি চকশ্যামনগর মাঠের মাঝে প্রধান সড়ক থেকে ছাগল সহ মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের জহরুলের ছেলে রিকশাচালক সাগর এবং মিয়ারুল ইসলামের ছেলে কবির একই বামনপাড়ার খোকন ফকিরের ছেলে রায়হানকে আটক করে স্থানীয়রা।
পরে তাদেরকে মোনাখালী উত্তরপাড়া খেলার মাঠে নিয়ে আসলে উত্তেজিত জনতা গণধোলাই দেয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা জন্য মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করে।