মুজিবনগরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মটরসাইকেলসহ ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯জুলাই) দুপুর ৩ টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং মুজিবনগর থানা ইনচার্জ মেহেদী রাসেলের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে এস আই প্রহলাদ রায়, এ এস আই দরবেশ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগোয়ান ও তারানগর সড়কের দরগা পাড়ার মোড়ে অভিযান পরিচালনা করে ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবস্যায়ী আনন্দবাস গ্রামের(ফিল্ড পড়ার) জব্বার আলীর ছেলে সুজন আলী(৪৫) মটরসাইকেলসহ বস্তা ফেলে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল এবং বস্তায় ভরা অবস্থায় ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পলাতক আসামি সুজন আলীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে এবং তাকে আটকের জন্য অভিযান চলমান রয়েছে।