• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন

বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন

পলাশ উদ্দীন, চুয়াডাঙ্গা
Update : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন
বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুর-ঝিনাইদহের মহেশপুরে সম্পূর্ণ বিনামূল্যে সমাজসেবা অধিদপ্তর ও বহুমুখী মানব কল্যাণ সংস্থার আয়োজনে কম্পিউটার- ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ২ মাস ব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপাচার্য ও বহুমুখী মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান ড. শেখ আব্দুস সালাম। বহুমুখী মানব কল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক আহমেদ পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট নারী ব্যবসায়ী জেসমিন জাহান মুন।

ঝিনাইদহের মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক সিনিয়র সাংবাদিক বিপুল আশরাফের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাইফুল্লাহ রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হক, মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম, দৌলতপুর কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব প্রমুখ।

বহুমুখী মানব কল্যাণ সংস্থার কুষ্টিয়ার দৌলতপুর ও ঝিনাইদহের মহেশপুরে একযোগে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং ড্রাইভিং কাম অটো মেকানিক্স প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়। এর মধ্যে কুষ্টিয়ায় ড্রাইভিং ২ ব্যাচে ৬০ জন, কম্পিউটার ২ ব্যাচে ৬০ জন ও ঝিনাইদহে কম্পিউটার ২ ব্যাচে ৬০ জন এবং ড্রাইভিং ২ ব্যাচে ৬০ জন শিক্ষার্থী প্রশিক্ষন নিবেন। সম্পুর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণে ২ মাসে ৪৫ কার্যদিবস ক্লাস হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category