ভক্তদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা তানজিন তিশা। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি এ আমন্ত্রণ জানান। তবে এর জন্য কিছু শর্তও বেঁধে দেন। শর্তের মধ্যে অন্যতম হচ্ছে তাকে অবশ্যই মুগ্ধ করতে হবে।
এদের মধ্য থেকে যিনি তিশাকে সবচেয়ে বেশি মুগ্ধ করতে পারবেন তিনি পাবেন তার সঙ্গে ডিনারে যাওয়ার সুযোগ। মূলত এটি একটি পণ্যের ক্যাম্পেইন। এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘এটি একটি প্রতিযোগিতামূলক ক্যাম্পেইন। আশা করছি সবার কাছ থেকে ভালো রেসপন্স পাব।’ এদিকে বর্তমানে এ অভিনেত্রী নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।