আসন্ন মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদস্য পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে সাধারণ সদস্য পদে ১জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। শনিবার বিকাল পর্যন্ত ৩নং ওয়ার্ড গাংনী থেকে মাহফুজুর রহমান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এদিকে একই দিনে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ড (মেহেরপুর-মুজিবনগর) সামিউন বাসিরা পলি, তকলিমা খাতুন এবং ২ নং ওয়ার্ড গাংনী উপজেলা থেকে শিরিনা আক্তার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। প্রার্থীরা মেহেরপুর জেলা পরিষদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার এর কাছে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।