বাংলাদেশ থেকে স্বর্ণের চালান নিয়ে ভারতে পাচারকালে রকিবুল ইসলাম নামের এক পাচারকারীকে আটক করে বিজিবি।এসময় তার মোটরসাইকেল তল্লাশি করে ৯ কেজি ৮শ ৬৬ গ্রাম স্বর্নের বার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত হতে তাকে আটক করা হয়। আটক পাচারকারী নাস্তিপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ মোঃ ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বারাদী বিওপির হাবিলদার মোঃ জুলহাস উদ্দিনসহ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালান। ভারত সংলগ্ন নাস্তিপুর সীমান্তের ৭৯ নম্বর পিলারের ৫০০ গজ অভ্যন্তরে রকিবুল ইসলামকে মোটরসাইকেলসহ বিজিবি আটক করে। তার জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের সিট কভারের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১১টি প্যাকেটে ৯ কেজি ৮৬৬ গ্রাম ওজনের ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৪৭ টাকা। উদ্ধার স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে জমা করাসহ আটক চোরাকারবারি রকিবুলের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে।