গাংনীর সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অতুল গ্রেফতার
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মোর্শেদ অতুলকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে সাহারবাটি বাজার থেকে গাংনী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান চলছে। এ অভিযানে আওয়ামী লীগ নেতা অতুলকে গ্রেফতার করে একটি মামলার আসামি হিসেবে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।