মেহেরপুরের গাংনীতে বিএনপির সমাবেশ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ভোট চুরির মিথ্যা অভিযোগ উত্থাপন করার বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিলেন সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপু। শুক্রবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির সমাবেশের জবাবে পাল্টা সমাবেশে শনিবার (০২ সেপ্টেম্বর) রাতে এ হুশিয়ারী করেন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সৈনিকলীগ নেতৃবৃন্দ।
সন্ধ্যায় গাংনী উত্তরপাড়া থেকে একটি বিক্ষোভ শুরু হয়। সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপুর নেতৃত্বে এ সমাবেশে শ্লোগানে শ্লোগানে অংশ নেয় বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি গাংনী শহরের প্রধান সড়কঘুরে বাস স্ট্যান্ডে শহীদ রেজাউল চত্ত্বরে সমাবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
সমাবেশে বক্তৃতায় শাহিদুজ্জামান শিপু বিএনপি নেতাদের হুশিয়ারী করে বলেন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গাংনীতে বিএনপির কতিপয় নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ভোট চুরির মিথ্যা অপবাদ দিয়েছেন। কিন্তু আপনারা যারা এই বক্তব্য দিলেন তাদের কারও পাশে ছিল টিন চোর আবার কারও পাশে ছিল গম চোর। আবার কারও পাশে ছিল সন্ত্রাসী।
ঐক্যবদ্ধ আওয়ামী লীগের একটি বড় সমাবেশে বিএনপি নেতাদের মিথ্যাচারের জবাদ দেওয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ এমন কথা দিয়েছেন উল্লেখ করে শাহিদুজ্জামান শব
শিপু বলেন, বিএনপি-জামায়াতের সময়ে এই শহরের কোন দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলে রাখবেন এমন পরিবেশ ছিল না। তাদের সন্ত্রাসীদের দৌরাত্বে সাধারণ মানুষ রাস্তাঘাটে চলাচল করতে পারেনি। মানুষের রাতের ঘুম হারাম করে দিয়েছিল তাদের সন্ত্রাসীরা।
মনেপ্রাণে দলকে ভালবাসা আর শেখ হাসিনার প্রতি অগাধ আস্থাশীল মানুষের সংখ্যা আওয়ামী লীগে অনেক বেশি উল্লেখ করে শিপু বলেন, বিএনপির নেতারা সে যেই হোন না কেন শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার করলে তার বিরুদ্ধে রাজপথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামিতে বিএনপির যেকোন কর্মসুচীতে মুজিবসেনারা তাদের পাহারা দেবে বলেও সতর্ক করেন তিনি।
শেখ হাসিনার উন্নয়নের সুবিধা বিএনপি-জামায়াতের সকলে ভোগ করছে উল্লেখ করে শাহিদুজ্জামান শিপু বিএনপি নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সময়ে সার ও তেল আপনাদেরকে সুবিধা দিয়ে চাষীদের নিতে হয়েছে। এখন তো আপনারা খোলা বাজারে নায্য দামে সব পাচ্ছেন। আপনারা শেখ হাসিনার সব সুবিধা ভোগ করছেন। কাজেই অযথা কোন প্রকার মিথ্যাচার করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আগামিতে আওয়াম লীগ নেতৃবৃন্দ যে নির্দেশনা দিবেন সেইমতো কাজ করবো আমরা। আর যদি কোন নেতা আমাদের নাও ডাকেন তাহলে যার যার অবস্থান থেকে প্রতিহিংসাকারীদের প্রতিরোধের আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তৃতায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম বলেন, তৃণমূল হচ্ছে আওয়ামী লীগের প্রাণকেন্দ্র। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা কোন ভাইয়ের লোক নই। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা শেখ হাসিনার লোক। আমরা বিগত দিনে রাজপথে যার প্রমাণ দিয়েছি।
বিএনপি নেতা জাভেদ মাসুদ মিল্টনের উদ্দেশ্যে তিনি বলেন, আগামিতে রাজপথে নামার সাহস দেখাবেন না। আপনি শেখ হাসিনার নামে যে মিথ্যা অভিযোগ তুলেছেন তাতে আপনাকে ক্ষমা করা হবে না। আপনাকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। বঙ্গবন্ধুর সৈনিকরা যে আপনাকে প্রতিরোধ করতে পারে আজকের সমাবেশই তার বড় প্রমাণ।
শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই মানুষ শান্তিতে ঘুমাতে পারছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে এক সময়ের এই ছাত্রলীগে নেতা রাহিবুল ইসলাম বলেন, আমাদের চাওয়া-পাওয়ার কিছু নাই। নেত্রী শেখ হাসিনা আছে বলেই আজকে অনেক বড় বড় নেতা হয়েছেন, বড় বড় মন্ত্রী ও এমপি হয়েছেন। তাই তৃণমুলের নেতাদের ঐক্যবদ্ধ করেন। তা যদি না করেন তাহলে আজকে এখানে তৃণমূলের যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়েই আমরা বিএনপির অপশক্তির মোকাবেলা করবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর। সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিবাদী বক্তব্য রাখেন গাংনী উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মনিরুল ইসলাম মনি, যুগ্ম আহবায়ক আবুল বাসার, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিক, উপজেলা ছাত্রলীগ সহসভাপতি মাজেদুল ইসলাম রিমন, সাবেক ছাত্রলীগ নেতা তানভিরুল ইসলাম উজ্জলসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান উপস্থিত হাজারো নেতাকর্মী বক্তাদের দাবি ও প্রতিবাদের সাথে একাত্ব প্রকাশ করেন।
প্রসঙ্গত, শুক্রবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন বিএনপি নেতারা। যার প্রতিবাদে পাল্টা সমাবেশ ও বিএনপি নেতাদের সতর্ক করতেই এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপু।