• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন

গাংনীতে প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
গাংনীতে প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ
গাংনীতে প্রান্তিক কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

মেহেরপুরের গাংনীতে রবি প্রনোদনা কর্মসুচির আওতায় সরিষা,গম, ভুট্টা, মসুর, মুগ ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার-বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০অক্টোবর) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

এসময়  ১২২৫০ জন কৃষকের মাঝে ৪৮ মেট্রিক টন গম বীজ, ২.৫ মেট্রিক টন ভুট্টা বীজ, ৭৮০ কেজি সরিষা, ১৫০ কেজি পেঁয়াজ বীজ, মসুর ২২৫০ কেজি ও মুগ ১০০০ কেজি, ডিএপি ৮৫৭,৫০ মেঃ টন, এমওপি ৬১২.৫০ মেঃ টনসহ সার সুবিধা পাবেন বলে নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category