শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যহত রাখা ও স্মার্ট বাংলাদেশ গড়তে আসছে দ্বাদশ নির্বাচনে নৌকার পক্ষে থাকার অঙ্গিকার পুনর্ব্যক্ত করলেন বীর মুক্তিযোদ্ধারা। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নৌকার পক্ষে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান বীর মুক্তিযোদ্ধারা।
গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুন্তাজ আলীর সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অতিরিক্ত সচিব আশরাফুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, হযরত আলী, আশরাফুল আলমসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধাবৃন্দ।