মেহেরপুরের গাংনীর কাজিপুরে দুই যুবকের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা অভিযোগ উঠেছে। বুধবার (২৪ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার ঘটনাটি ঘটে।
ঐ দুই যুবক কাজিপুর বর্ডার পাড়া গ্রামের বাবর আলীর ছেলে পিন্টু (২৪) ও একই পাড়ার লিয়াকত আলীর ছেলে আশিক (২২)।
এব্যাপারে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই গৃহবধু।
ওই গৃহবধুর অভিযোগ, বাড়ির পাশে তার গবাদি পশুর জন্য গ্যামা ঘাস কাটতে গেলে পিন্টু ও আশিক পেছন দিক থেকে জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। এসময় চিৎকার দিলে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
কাজিপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক জানান, ঘটনার শিকার ওই নারী ঘটনাটি জানালে তাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদের বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছিল। স্থানীয়ভাবে মীমাংসা করে সে যাত্রায় সে পার পেয়ে গেছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।