মেহেরপুরের গাংনী পৌরসভা ৩নং নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে গাংনী পৌরসভার চৌগাছা ৩ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল ইসলাম সোবহানের উদ্বোধনীতে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রুবেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জীবন আকবারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জিয়াউর রহমান জিয়া সভাপতি ও রকিবুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।