মেহেরপুরের গাংনী উপজেলা সমবায় অফিসের উদ্যোগে মাসিক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি প্রকল্প (৩য় পর্যায়ে) সমবায়ীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৬০ জন সদস্য।
গাংনী উপজেলা সমবায় এর অফিসার মাহবুবুল হক মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা। এসময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমবায় অফিসের পরিদর্শক নুরুজ্জামান, সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার, সহকারী পরিদর্শক হাফিজুর রহমান, সমবায়ী হুমায়ুন কবির রিপন, তন্ময় হুদা, রাকিবুল ইসলাম, পান্না, শহিদুল ইসলাম নাসির, রুবেল প্রমূখ।