মেহেরপুরের গাংনীর হাসপাতাল পাড়ার সাজ্জাদ হোসেনের বাড়িতে এক অগ্নীকান্ডে অন্ততঃ ৫০ হাজার টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে বলে দাবী করেছেন গৃহকর্তা। আজ বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে এ অগ্নীকান্ডের ঘটনা ঘটে। চুলার আগুন থেকে এ অগ্নীকান্ডের সুত্রপাত বলে জানিয়েছেন বামন্দী ফায়ার সার্ভিস।
সাজ্জাদ হোসেন জানান, বাড়ির রান্না ঘরে চুলায় রান্না করা কালীন সময় হঠাৎ আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর পাশাপাশি খবর দেয়া হয় বামন্দী ফায়ার সার্ভিসে। আগুনে ঘরের টিন, ঘরে রাখা চাল ডালসহ অন্যান্য মালামাল ভষ্মিভূত হয়। এতে অন্ততঃ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বামন্দী ফায়ার সার্ভিসের টীম লীডার ইসাহাক আলী জানান, খবর পেয়ে একটি টীম নিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। চুলার আগুন থেকে এ অগ্নীকান্ডের সুত্রপাত।