• শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গণ ডাকাতি ॥ ডাকাতের অস্ত্রের কোপে গুরুতর আহত বাস চালক মেহেরপুরে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় চাঁদাবাজি মামলায় মুজিবনগরে ছাত্রলীগ নেতাসহ পাঁচ জন গ্রেফতার দুই দিনে ১৭ রোগী শনাক্ত গাংনীতে ডেঙ্গু আতঙ্ক গাংনীতে শিক্ষকদের দ্বন্দ্বে ক্লাস বর্জন, শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ শেখ মুজিব ও তার কন্যা হাসিনা মানেই দুঃশাসন: জাভেদ মাসুদ মিল্টন গাংনীতে পঞ্চাশোর্ধ নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের গাংনীতে আগ্নেয়াস্ত্র ফাঁসাতে গিয়ে নিজেই র‌্যাবের গ্যাড়াকলে গাংনীতে আন্তর্জাতিক অহিংস দিবস পালন মেহেরপুরে ভ‍্যান চালকের মৃত্যু নিয়ে ধুম্রজাল

কুষ্টিয়ায় ফুটবল কন্যা নীলার বাড়িতে উৎসবের আমেজ, দেওয়া হবে সংবর্ধনা

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
ফুটবল কন্যা নীলা
মেয়ের জন্য পথ চেয়ে আছেন মা বাছিরন আক্তার

মেয়ের জন্য পথ চেয়ে আছেন মা বাছিরন আক্তার

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলের সদস্য কুষ্টিয়ার মেয়ে নিলুফা ইয়াসমিন নিলা এখন ঢাকায়। নিলুফার ইয়াসমিন নীলার মা বাছিরন আক্তার বলেন আমার মেয়ে পড়া শোনার পাশা পাশি স্কুলে খেলা ধুলায় নিয়মিত মুখ ছিলেন নিলুফা।

শহরের চাঁদ সুলতানা মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পাস করেন। দৌড়, লং জাম্পসহ বিভিন্ন খেলায় পুরস্কার নিয়ে বাড়িতে ফিরতেন। খেলাধুলায় মেয়ের সাফল্য দেখে বাছিরনও খুশি হতেন। তাই কখনও খেলতে যেতে মানা করেননি।

যদিও প্রতিবেশীরা টিপ্পনি কেটে বলতেন। মা হয়ে মেয়েকে খেলায় পাঠায় স্কুলে পড়ার পাশাপাশি সাভারে ফুটবল এ্যাকাডেমিতেও খেলতেন নিলুফা। ধকল সইতে না পেরে একবার কুষ্টিয়ায় ফিরতে চেয়েছিলেন নিলুফা। কিন্তু মায়ের কথা মনে পরে যায় নিলার। যত কষ্টই হোক না কেন থাকতে হবে হাল ছাড়া যাবে না। নিলার মা বাছিরন বলেন সংসারে অভাব অনটন ছিল অনেক কষ্ট করে মেয়েকে মানুষ করেছি।

নিলুফা যদি কোনোদিক থেকে ভালো করতে পারে করুক বাধা দেবো না। মানুষ যত খারাপ বলে বলুক শেষ দেখে ছাড়বো। সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলের সদস্য কুষ্টিয়ার মেয়ে নিলুফা ইয়াসমিন নিলা এখন ঢাকায়। ছুটি পেলেই নিলুফা বাড়ি ফিরবেন। আর মেয়ের জন্য পথ চেয়ে আছেন মা বাছিরন আক্তার। নিলুফার ছোট বোন সুরভী আক্তারেরও যেন তর সইছে না।

চ্যাম্পিয়ন নিলুফার বাড়ি ফেরার আনন্দ ছুঁয়েছে এলাকা বাসীকে ও। তাই মূল সড়ক থেকে নিলুফার বাড়ি পর্যন্ত যাওয়ার পথ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। কুষ্টিয়া পৌরসভার স্থানীয় ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহিন উদ্দীন তার ব্যক্তিগত খরচে শ্রমিক দিয়ে এ কাজ করাচ্ছেন। বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে নারী ফুটবল দল।

প্রথমবারের মতো জিতেছে সাফ ফুটবলের শিরোপা। তাদের সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ। কুষ্টিয়া জেলার বাসিন্দারা আজ গর্বিত ও আনন্দিত। এই জেলা থেকে বাংলাদেশ নারী ফুটবল দলে নিলুফার ইয়াসমিন নীলা খেলছেন। নারী দলের ফুটবলার নিলুফার ইয়াসমিন নীলা কুষ্টিয়া শহরতলীর জুগিয়া পালপাড়া এলাকার বাসিন্দা।

বাংলাদেশ শিরোপা জয়ের পর গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ফুটবলার নীলার বাড়িতে যান। তার মাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় নীলাকে সংবর্ধনা প্রদানসহ সার্বিক সহযোগিতা প্রদানের ঘোষণা দেন তিনি।

নিলুফার ইয়াসমিন নীলা বলেন, জেলা প্রশাসক আমার বাড়িতে গিয়েছিল। আমার সঙ্গে ফোনে কথা বলেছেন, জেলা প্রশাসন তার পাশে সবসময় থাকবে বলে জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category