• রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:০৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় মোটর সাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

কুষ্টিয়ায় দু’টি মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তিন কিশোর নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো এক কিশোর।

আজ শুক্রবাররাত পৌনে ৯ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতেরা হলেন চৌড়হাস এলাকার সলকের ছেলে জুয়েল (২২), ঠিকানা অজ্ঞাত রাহুল (২২), ফারুক (২৪), আহত হলেন বারখাদা জুগিয়ার বাদশার ছেলে বিপ্লব (২০)।

এবিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, রাত পৌনে ৯ টার দিকে ঝিনাইদহ অভিমুখ থেকে ছেড়ে আসা দুই মটর সাইকেলযোগে ৪ কিশোর বেপরোয়া গতিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে তারা। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো এক কিশোর।

অফিসার ইনচার্জ আরো জানান, মুলত; বেপরোয়াগতিতে মটর সাইকেল চালানোর কারনেই দুর্ঘটনার শিকার হয় তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category