বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মেও টেকসই বাংলাদেশ এই স্লোগানকে সামনে নিয়ে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় মেহেরপুর বন বিভাগের উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কালাচাঁদপুর জিয়ালা বিল হতে ভৈরব নদীর সংযোগ খালের উভয় পাড়ে ২ সিডলিং কিঃ মিঃ ষ্ট্রিপ বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। বন কর্মকর্তা জাফর উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রমুখ।
জিয়ালা পাড়ের দুপাশে প্রায় ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানো হয়।