নিউইয়র্কে বসবাসরত উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করে আলোচনায় আসেন গায়ক ও সংগীত পরিচালক এস আই টুটুল। এটি তার দ্বিতীয় বিয়ে। এক বছর আগেই অভিনেত্রী তানিয়া আহমেদকে ডিভোর্স দিয়েছেন বলে জানিয়েছেন এই গায়ক।
নতুন খবর হলো- সোনিয়ার সঙ্গে থাকছেন না টুটুল। বর্তমানে নিউইয়র্ক ছেড়ে আমেরিকার ফ্লোরিডাতে বসবাস করছেন এই গায়ক।
টুটুলের ঘনিষ্ট সূত্র জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে টুটুল ভাই ফ্লোরিডাতে আছেন। সেখানে স্টেজ শো ও নতুন গানের কাজ করছেন।
দ্বিতীয় স্ত্রী থেকে আলাদা থাকছেন কেন? এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানায়, আসলে তাদের বিয়ে হয়েছিল কি না জানি না। তবে তারা দুজন একসঙ্গে বসবাস করতেন। এটা নিউইয়র্কের সবাই জানতেন।
এদিকে টুটুলের দ্বিতীয় স্ত্রী সোনিয়া গণমাধ্যেমকে বলেন, ‘আমরা রেজিস্ট্রি করে বিয়ে করিনি। বাসায় হুজুর ডেকে এনে দুজন দুজনকে বিয়ে করেছি। টুটুল ১ আগস্ট ফ্লোরিডা চলে যায়।
এ বিষয়ে এস আই টুটুল কোনো মন্তব্যে করেননি।