• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

ইসলামী ব্যাংকে যোগ্য প্রার্থী নিয়োগের দাবিতে গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
ইসলামী ব্যাংকে যোগ্য প্রার্থী নিয়োগের দাবিতে গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকে যোগ্য প্রার্থী নিয়োগের দাবিতে গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের নিয়োগ বাতিল করে মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে গাংনী বাজার বাসস্ট্যান্ডে বৈষম্য মুক্ত চাকরি প্রত্যাশী পরিষদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম মুক্ত চাকরি প্রত্যাশী পরিষদের সদস্য, আলামিন হোসেন, রোমান মল্লিক, আবু সায়েম, শিহাব হোসেন।

তারা বলেন দীর্ঘদিন ধরে ব্যাংক লুটেরা এস আলম কর্তৃক ইসলামী বাংকসহ ব্যাংকিং সেক্টরে চট্টগ্রামের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগ দিতে হবে।

বক্তারা আরো বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর শুধুমাত্র চট্টগ্রামের ৭ হাজারের অধিক জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে। এর মধ্যে অধিকাংশের ব্যাক্তিই শুধুমাত্র পটিয়া উপজেলার। সারা দেশের ৬৩ টি জেলার চাকরি প্রার্থীদের বঞ্চিত করে একটি জেলার প্রার্থীদের গোপনে নিয়োগ দিয়ে ব্যাংকের শৃংখলা চরমভাবে ধ্বংস করা হয়েছে সেই সাথে মেধাবী ও যোগ্য প্রার্থীদের করা হয়েছে বঞ্চিত। বক্তারা এস আলমের সকল অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধার ভিত্তিতে সারা দেশ থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, সচেতন পেশাজীবী মানুষ, বৈষম মুক্ত চাকরি প্রত্যাশী পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category