চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ সবজি ব্যবসায়ীর মরদেহ ১দিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মাথাভাঙ্গা নদীর নতিডাঙ্গা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসি জানায়, বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের সবজি ব্যবসায়ী টোকনসহ চার জন মাথাভাঙ্গা নদীর ধারে তাস খেলছিল। এসময় হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশের একটি দল তাদের ধাওয়া করে। পুলিশের হাত থেকে বাঁচতে টোকনসহ দুই জন নদীতে ঝাপ দেয়। একজন সাঁতরে ওপারে চলে গেলেও টোকন সাঁতার না জানায় স্রোতে তলিয়ে যায়। পরে খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে ও টোকনকে উদ্ধারে ব্যার্থ হয়।
আজ বৃহস্পতিবার সকালে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার কাজ শুরু করে। দুপুরে ডুবে যাওয়া স্হান থেকে ৩/৪ কিলোমিটার দুরে আঠারোখাদা-নতিডাঙ্গা মাথাভাঙ্গা নদীর ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্বজনেরা পুলিশকে দোষারোপ করেছে। তারা বলেন, সময় কাটানোর জন্য টোকনসহ কয়েকজন নদীর ধারে বসে তাস খেলছিল।