• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

স্প্যাম কমেন্টে সতর্ক করবে ইউটিউব

আইটি ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
স্প্যাম কমেন্টে সতর্ক করবে ইউটিউব
স্প্যাম কমেন্টে সতর্ক করবে ইউটিউব

প্রতিষ্ঠানের গাইডলাইন ভঙ্গ করে কোনও কমেন্ট করলে তাকে সতর্ক এবং তার কমেন্ট বাতিল করে দেওয়া হবে এমন কথা জানিয়েছে ইউটিউব। বড় ক্রিয়েটররা কমেন্টে স্প্যামের বিষয় বারবারই সতর্ক করে আসছে। সেইসঙ্গে সাম্প্রতিক এই সিদ্ধান্ত স্প্যামের মাত্রাকে অনেকটাই কমিয়ে দেবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম ভার্জ।

ভার্জ জানায়, যদি কোনও ব্যবহারকারী কমেন্টে কোনও স্প্যাম কমেন্ট করে, ইউটিউব তাকে কমেন্ট করা থেকে ব্লক করে দিতে পারে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাদের এই পরীক্ষামূলক কার্যক্রমেই স্প্যাম অনেকটা কমে গেছে। আপাতত নোটিফিকেশনটি শুধু ইংরেজি কমেন্টেই কাজ করছে। তবে আগামী মাসে এটি অন্যান্য ভাষাতেও কার্যকর করা হবে বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি অনেক বড় বড় ক্রিয়েটররাই স্প্যাম কমেন্টের বিরুদ্ধে ভিডিও তৈরি করেছে। স্প্যামের অনেক রকম ফর্ম আছে। অনেক সময় একই কমেন্ট প্রচুর কপি-পেস্ট হয়ে কোনও এক ক্রিয়েটরকে হেয় করা হয়। ইউটিউবের নতুন এই পন্থা এগুলোকে ঠেকাতে কাজ করবে। বিষয়টি স্প্যামারদের জন্য একটি সতর্কও বলা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category