• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

আইটি বিষয়ে দক্ষ হলে শিক্ষার মান বৃদ্ধি পাবে: ফরহাদ হোসেন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
আইটি বিষয়ে দক্ষ হলে শিক্ষার মান বৃদ্ধি পাবে: ফরহাদ হোসেন
আইটি বিষয়ে দক্ষ হলে শিক্ষার মান বৃদ্ধি পাবে: ফরহাদ হোসেন

আইটি বিষয়ে দক্ষ হলে শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে, ট্যাব পুরষ্কার দেওয়ার ফলে ছাত্র-ছাত্রীদের পড়ার আগ্রহ আরো বৃদ্ধি হবে। মঙ্গলবার (১৮এপ্রিল) বেলা ১২ টার দিকে শহরের কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কথাগুলো বলেন। মেহেরপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আজিজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম। জেলা পরিসংখ্যান ব্যুরো উপ-পরিচালক বাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস প্রমুখ। এ সময় জেলার মেধাবি ৭২৯জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। ৯ম ও ১০ম শ্রেনীর একাডেমিক রেজাল্টের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ শিক্ষার্থীরা ট্যাব আর্জন করে। সর্ব মোট ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেহেরপুর সদর উপজেলার ২৫৫ মুজিবনগরে ৮৫ ও গাংনীতে ৩৯০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব পুরষ্কার হিসাবে প্রদান করা হয়। এসকল ট্যাব পুরষ্কার দেওয়ার ফলে ছাত্রছাত্রীদের পড়ার আগ্রহ আরো বৃদ্ধি হবে বলে মনে করেন আতিথিবৃন্দ। এসময় জ্ঞান অর্জনে ইন্টারনেটের ব্যবহার করে নিজেদের আরো দক্ষ করার আহবান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আইটি বিষয়ে দক্ষ হলে শিক্ষার মান আরো বৃদ্ধি হবে এবং এজন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন মন্ত্রী। ট্যাব পেয়ে খুশি শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category