• সোমবার, ১৩ মে ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন

মেহেরপুরে পৌর মেয়রের ক্যাপ ও গামছা বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
মেহেরপুরে পৌর মেয়রের ক্যাপ ও গামছা বিতরণ
মেহেরপুরে পৌর মেয়রের ক্যাপ ও গামছা বিতরণ

তীব্র খরতাপে পুড়ছে পুরো দেশ। গেল কয়েক সপ্তাহ ধরে মেহেরপুর অঞ্চলের উপর দিয়ে তাপমাত্রা বিরাজ করছে ৪১ ডিগ্রী সেলসিয়াসের উপরে। বৃহষ্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে তীব্র গরমে অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছে পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

প্রায় দুই হাজার শ্রমজীবী মানুষ, রিক্সা-ভ্যানচাল, অটোরিক্সা চালকদের হাতে তুলে দিয়েছেন একটি করে গামছা, ক্যাপ ও পানির বোতল। খুলে দিয়েছেন পৌর কমিউনিটি সেন্টার। যাতে কাজ শেষে সেখানে গিয়ে মানুষ একটু বিশ্রাম নিতে পারেন। থাকছে সুপেয় পানির ব্যবস্থা।

এ সময় মেয়র বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে মেহেরপুর পৌরসভাকে গ্রীন জোনে পরিনত করা হবে। সেই লক্ষে প্রচুর পরিমান গাছ লাগানো হবে শহরে। পৌরসভার মধ্যে ১০ হাজার বাড়ি রয়েছে প্রতিটি বাড়ির আঙিনা অথবা ছাদে গাছ লাগানোর ব্যবস্থা করা হবে। তাছাড়া পৌর এলাকায় ১০ হাজার বৃক্ষ রোপন করা হবে বলেও জানান মেয়র।

এ সময় বক্তব্য রাখেন ছিলেন, পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, মীর জাহাঙ্গীর,মহিলা কাউন্সিলর শারমিন আক্তারসহ পৌরসভার কাউন্সিলবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category