• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন

ভারতে তৈরি হবে আইপ্যাড

আইটি ডেস্ক
Update : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
ভারতে তৈরি হবে আইপ্যাড
ভারতে তৈরি হবে আইপ্যাড

ভারতে আইপ্যাড উৎপাদন করতে চায় অ্যাপল। সম্প্রতি সিএনবিসি’র বরাতে জানা যায়, সাপ্লাই চেইনে পরিবর্তন আনতে প্রতিষ্ঠানটি তাদের আইপ্যডের উৎপাদন চীন থেকে সরিয়ে ভারতে নিতে চাচ্ছে। যদিও দুই বছর আগে অ্যাপল মন্তব্য করেছিল, তারা ভিয়েতনামেও আইপ্যাড উৎপাদন করতে চায়। এমনটাই মন্তব্য করেছে সংবাদমাধ্যম ভার্জ। সংবাদমাধ্যমটির ভাষ্যমতে, অ্যাপল চীন থেকে ৩০ শতাংশ উৎপাদন সরাতে চাচ্ছে।

সিএনবিসি জানায়, ভারতে উৎপাদন সরানোর ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। প্রতিষ্ঠানটি ধারণা করছে এমন জটিল ডিভাইস উৎপাদনের জন্য ভারতে পর্যাপ্ত অভিজ্ঞ কর্মী নেই। অবশ্য এ বছরের শুরুর দিকেই অ্যাপল তাদের আইফোন ১৪ উন্মোচিত হওয়ার কিছু দিন পরেই ভারতে এর উৎপাদন শুরু করে। কোনও ফ্ল্যাগশিপ ফোন উন্মোচনের এত অল্প সময়ের মধ্যে উৎপাদনে দেশান্তর ঘটানো এটাই প্রথম।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, ভারতে আইফোন উৎপাদন দিনে দিনে আরও বাড়বে। লউপ ভেঞ্চারের এক মুখপাত্র সিএনবিসিকে বলেন, আমার ধারণা আগামী পাঁচ বছরে ভারতে আইফোনের উৎপাদন বেড়ে ৩৫ শতাংশে পৌঁছাবে।

তিনি আরও বলেন, পরবর্তী পাঁচ বছরে এর উৎপাদন ভারত আর চীন অতিক্রম করে অন্যান্য দেশেও হতে পারে। এদিকে গত আগস্টে নিক্কেই এশিয়া’র রিপোর্ট অনুযায়ী অ্যাপল ভিয়েতনামে তাদের ম্যাকবুক উৎপাদন শুরু করতে পারে।

রিপোর্ট সূত্রে জানা যায়, অ্যাপল নাকি ইতোমধ্যে সেখানে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category